ভিয়াইল ইউনিয়ন এর আয়তন ৩৯.১৭ বর্গ কিলোমিটার। অত্র ইউনিয়নের মোট লোক সংখ্যা ২৫১১৩ জন যার মধ্যে পুরুষ ১৩০৮৬ জন এবং মহিলা ১২১২৭ জন। মোট মৌজা সংখ্যা ২৬ টি । মোট জমির পরিমান ৩৯০১৭ হেক্রট কৃষি জমির পরিমান ৩৬.৩০ হেক্টর । ০৮ উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়২৬টি রেজিষ্টার বেসরকারী প্রাথমিক বিদ্যালয়, ৫টি বাজার, ০১টি ভুমি অফিস, ব্যাংক একটি ডাকঘর ২টি , কমিউনিটি ক্লিনিক ০৩ টি মাদ্রাসা ০৪টি , ক্লাব রেজিষ্ট্রেশনকৃত ৩৬ টি, মন্দির ৯১টি,মসজিদ ৬৮টি, , কালি মন্দির ২০টি, আশ্রম ০১টি, এতিমথানা ২টি, এবং এনজিও ৭টি অত্র ইউনিয়নে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস