১৯৭৫ ইং সনে অত্র প্রতিষ্ঠানটি এলাকার ইসলাম প্রিয় মুসলমানদের সহায়তায় ফুরকানিয়া মাদ্রাসা হিসাবে অত্ম প্রকাশ করে। উক্ত প্রতিষ্ঠানটির নাম রাখা হয় দল্লা নোনামাটি ফুরকানিয়া মাদ্রাসা। দির্ঘ্য দিন যাবত ফুরকানিয়া মাদ্রাসাটি এলাকার লোকের সহযোগীতায় চলিয়া আসিতেছিল। ১৯৯৪/৯৫ এর দিকে এলাকার লোকজন দল্লা মৌজার সকল মুরবীগণ এলাকার সম্ভ্যান্ত পরিবারের যোগ্য সন্তান আলেমেদ্বীন মাওলানা এ.কে.এম লাফিজুদ্দীন চৌধুরী সাহেবের নিকট সকলেই প্রতিষ্ঠানটির রক্ষার জন্য জোর দাবি কেরন। অতএব প্রতিষ্ঠানটি ০১-০১-১৯৯৫ ইং সনে এ.কে.এম লাফিজুদ্দীন চৌধুরী দাখিল মাদ্রসা হিসাবে পূনরায় সু-প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্টানটি ১৯৯৭ ইং সাল হইতে দাখিল পাবলিক পরীক্ষা প্রদান করা হয় এবং এখন পযন্ত চলিয়া আসিতেছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস