Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ভিয়াইল

ভিয়াইল ইউনিয়ন এর আয়তন ৩৯.১৭ বর্গ কিলোমিটার। অত্র ইউনিয়নের মোট লোক সংখ্যা ২৫১১৩ জন যার মধ্যে পুরুষ ১৩০৮৬ জন এবং মহিলা ১২১২৭ জন। মোট মৌজা সংখ্যা ২৬ টি । মোট জমির পরিমান ৩৯০১৭ হেক্রট  কৃষি জমির পরিমান ৩৬.৩০ হেক্টর । ০৮ উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়২৬টি রেজিষ্টার বেসরকারী প্রাথমিক বিদ্যালয়, ৫টি বাজার, ০১টি ভুমি অফিস, ব্যাংক একটি ডাকঘর ২টি , কমিউনিটি ক্লিনিক ০৩ টি মাদ্রাসা ০৪টি , ক্লাব রেজিষ্ট্রেশনকৃত ৩৬ টি, মন্দির ৯১টি,মসজিদ ৬৮টি, , কালি মন্দির ২০টি, আশ্রম ০১টি, এতিমথানা ২টি, এবং এনজিও ৭টি অত্র ইউনিয়নে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।