৯নং ভিয়াইল ইউনিয়ন বাসির দির্ঘী দিনের প্রত্যাশিত এই লক্ষ্মীতলা ব্রীজঃ ৯নং ভিয়াইল একটি দীপ সমূহ ইউনিয়ন যা আত্রাই ও কাকঁড়া নদীর মাঝে অবস্থিত। এখান কার মানুষ অত্যান্ত অবহেলীত অবস্থায় জীবন যাপন করে আসিতেন। ২০১৩ সালে মাননীয় ত্রাণ ও দূযোর্গ ব্যবস্থাপনা মন্ত্রি আবুল হাসান মাহমুদ (এমপি) এই ব্রীজ টি সহ খুনিয়াদিঘী টু লক্ষীতলা প্রায় ১৪ কি পাকা রাস্তার কাজ করেন এবং ৯নং ভিয়াইল ইউনিয়ন বাসির দেওয়া কথা তিনি রক্ষা করেন। এই ব্রীজ দেওয়ার ফলে এই এলাকার মানুষ পার্শ্ববর্তী সদর দিনাজপুর জেলার সাথে সরাসরি যোগাযোগের নতুন দ্বার খুলে গেছে সেই সাথে জীবন যাত্রার মান উন্নয়ন সহ শিক্ষার ও যোগাযোগের বিরাট পরিবর্তন সাধিত হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস